Breaking News
Loading...

আহলে সুন্নাতের চার মাযহাব এর জন্ম ইতিহাস

3:18 AM
بِسْــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ الرَّحِيم

আহলে সুন্নাতের চার মাযহাব এর জন্ম ইতিহাস -৪থ হিজরী শতাব্দী ( ১০ম খৃ শতাব্দী ) তে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেম ওওলামাগন কতৃক ধমীয় বিধানের রীতিনীতি পালনের জন্য নিম্নলিখিত চার জন মুজতাহিদের যে কোন একটি মাযহাব অনুসরন করার সিদ্বান্ত গৃহীত হয় ---

১ ) ইমাম আবু হানিফা ( রহঃ ) , জন্ম ৮০ হিজরি মৃত্যু ১৫০ হিজরি ।
২) ইমাম মালেক ( রহঃ ) , জন্ম ৯৫ হিজরি মৃত্যু ১৬৯ হিজরি ।
৩) ইমাম শাফেয়ী ( রহঃ ) , জন্ম ১৫০ হিজরি মত্যু ২০৪ হিজরি ।
৪) ইমাম আহমেদ ইবনে হাম্বল ( রহঃ) , জন্ম ১৬৪ হিজরি মৃত্যু ২৪১ হিজরি ।

এ চারজন মুহাদ্দিস কতৃক প্রনীত ৪টি মাযহাবের যে কোন একটি অনুসরন বাধ্যতামুলক করা হয় এবং ওলামাগনের সিদ্ধান্ত মোতাবেক ইজতেহাদের বা গবেষনার সকল দরজা বন্ধ করে দেওয়া হয় ।
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِين

0 comments:

Post a Comment

 
Toggle Footer